Wellcome to National Portal
Main Comtent Skiped

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার, গোপালগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত।                                      প্রয়োজনে যোগাযোগ করুন: +৮৮০২৪৭৮৮২১৬৯২


Title
lkklk
Details

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের আওতাধীন আঞ্চলিক গবেষণাগার গোপালগঞ্জ এর উদ্যোগে ৫০ জন কৃষকের মাঝে সুষম মাত্রার সার ব্যবহারের সুপারিশ কার্ড বিতরণ ও ভেজাল সার শনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আজ বুধবার ( ২৯ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় উক্ত প্রশিক্ষণ ও কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ আঞ্চলিক গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাবা হাছিনা আকতার। এছাড়া, আরও উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় গবেষণাগারের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও মনিটরিং কর্মকর্তা জনাব একে.এম. জগলুল পাশা, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসার জনাব মো. রাকিবুল ইসলাম,ফরিদপুর আঞ্চলিক গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড. নুরুল হুদা আল মামুন, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব গোলাম কিবরিয়া, জনাব মো. জুনেদ মিয়া, বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব রাজির আল ফাহাদ, জনাব মোঃ শাহীন মিয়া,জনাব মামুন হাওলাদার ও জনাব কল্পনা বেগম।

 

উক্ত প্রশিক্ষণে গোপালগঞ্জ আঞ্চলিক গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাবা হাছিনা আকতার সুষম মাত্রার সার প্রয়োগ করলে কি কি উপকার এবং না প্রয়োগ করলে ফসলের ফলন কমার পাশাপাশি মাটি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরুপ বিষয়ে বলেন। এছাড়া সার ক্রয় করার পূর্বে সরেজমিনে কৃষকরা কিভাবে ভেজাল সার শনাক্ত করবেন তার পদ্ধতি শেখার গুরুত্ব তুলে ধরেন। ভেজাল সার শনাক্তের গুরুত্ব বর্ণনা করে বলেন সার ভেজাল হলে সুপারিশকৃত মাত্রার সার প্রয়োগ করলেও কোন লাভ হবে না,বরং ক্ষতিগ্রস্থ হবে।

Images
Attachments
Publish Date
29/11/2023
Archieve Date
08/04/2025